Site icon দৈনিক এই বাংলা

বেনজিরের পার্টনার পাড়ি দিলেন উপজেলা নির্বাচন

তানভীর আহমেদ ::

চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়ী হওয়া জসিম উদ্দিন আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যবসায়ীক অংশীদার। ঋণ খেলাপী জসিম উদ্দিন নির্বাচনে অংশ নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের সুবিধা পেয়েছেন পদে পদে। পদ্মা ব্যাংকের পক্ষ থেকে জসিম উদ্দিনের মনোনয়ন বাতিলের আবেদন করা হলেও নির্বাচনী বৈতরণি  পাড়ি দিয়েছেন নির্বিঘ্নে। 

নির্বাচনে বৈষম্যমুলক আচরনের অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে একটা চিঠি দিয়েছেন পরাজিত প্রার্থী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আবু আহমেদ জুনু। সেই থেকে চিঠিতে বেনজির আহমেদের ব্যবসায়ীক পার্টনার জসিম উদ্দিনের নানা কুকীর্তি তুলে ধরেছেন আবু আহমেদ। ভোটের আগের দিন থেকে পুলিশের পক্ষপাতমুলক আচরণের কথাও তুলে ধরা হয়েছে চিঠিতে।

আবু আহমেদ জুনু বলেন, ‘‘ওনি বেনজীরের লোক, বেনজীর স্যারের সঙ্গে ওনার ব্যবসা। আপনি ওনার সঙ্গে পারবেন না। বড় অংকের টাকা ধরে বসে যান।’— বারবার আমাকে এমন প্রস্তাব দিয়েছেন খোদ চন্দনাইশ থানার ওসি।’’

শতকোটি টাকার ঋণখেলাপি ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও নির্বাচনে আটকানো হয় নি  জসিম উদ্দিন আহমেদকে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ঋণখেলাপি। ভোটের দিনপর্যন্ত গ্রেপ্তার না হওয়া কিংবা নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা বাতিল না হওয়ায় ভোটের মাঠে ঠিকই সুবিধা পেয়েছেন তিনি। ২৯ শে মে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোটেও পুলিশ ও প্রশাসন  একজোট হয়ে কাজ তার পক্ষে।

জসিম উদ্দিনের প্রার্থিতা বৈধ করার অপকৌশল হিসেবে ব্যবহার করা সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রদর্শন করার স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করা হয় । পদ্মা ব্যাংকের করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে  আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত এই আদেশ দেন। আদেশের পর আলোচিত এই ঋণখেলাপির প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে পাওনাদার ব্যাংক। কিন্তু ভোটে পাস করা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা বাতিলসংক্রান্ত কোনো আদেশ আসেনি।

ঋণখেলাপি হিসেবে সিআইবি ডাটাবেইস থেকে নিজের নাম বাদ দিতে গত ২৭ মার্চ ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করেন জসিম উদ্দিন। কিন্তু আদালত তা নামঞ্জুর করায় উচ্চ আদালতে আপিল করেন তিনি। আপিলের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল সিআইবি ডাটাবেইসে তাঁর নাম খেলাপি হিসেবে দেখানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। কিন্তু পদ্মা ব্যাংকের করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে  উচ্চ আদালতের আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।

এর আগে গত রবিবার এই খেলাপির বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। গ্রেপ্তারি পরোয়ানার পরও প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ায় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জানতে চাইলে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, ‘ ভোটের দুইদিন আগে জসিম উদ্দিনের প্রার্থিতা বাতিলের বিষয়ে পদ্মা ব্যাংকের একটি আবেদন গ্রহণ করেছিলাম। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছি। ‘

কক্সবাজারে পাঁচ তারকা মানের হোটেলে রয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের শেয়ার। হোটেল রামাদার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান  জসিম উদ্দিন আহমেদ। সুত্রমতে, সেন্টমার্টিন দ্বীপ, ইনানীসহ বিভিন্ন স্থানে বেনজিরকে শত কোটি টাকার জমি কিনে দিয়েছিলেন জসিম উদ্দিন আহমেদ। মুলত জমি কিনে দেয়া, বিরোধপূর্ণ জমি দখলে বেনজির আহমেদের সহযোগিতা নিতেন জসিম উদ্দিন।

 

Exit mobile version