Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বর্তমান চেয়ারম্যান ও জেলা নেতাকে হারিয়ে চেয়ারম্যান হলেন সাবেক সাংসদ দম্পতির পুত্র-সাগর

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নাটোরের লালপুর উপজেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে আফতাব হোসেন ঝুলফু কে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ দম্পতির পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।

নির্বাচনে বিএনপির নেতা তৃতীয় হলেও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিযোগিতার ধারে কাছে আসতে পারেননি।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর কাপ-পিরিচ প্রতীকে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯৯৭ ভোট।

গতকাল মঙ্গলবার (২১ মে) ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শারমিন আখতার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির নেতা আরিফুর রহমান কৈ মাছ প্রতীকে ২০ হাজার ৬২০ ভোট পেয়ে তৃতীয় হন। নির্বাচনে অংশগ্রহনকারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইসাহক আলী আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৮১২ ভোট। এছাড়াও হাশেম আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৩২ ভোট।

উল্লেখ্য লালপুর-বাগাতিপাড়ার জননন্দিত নেতা সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেফালি মমতাজের পুত্র শামীম আহমেদ সাগর বর্তমানে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তার চাচা এড.আবুল কালাম আজাদ দুইবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version