Site icon দৈনিক এই বাংলা

পটিয়ায় বাথুয়া তরুণ সংঘের বাসন্তী পুজায় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

মহিউদ্দীন চৌধুরী,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:::

পটিয়া উপজেলার বাথুয়া তরুণ সংঘের উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা ও বর্তমান কার্যকরী কমিটির ২০ বছর পূর্তি উপলক্ষে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান,নৃত্যানুষ্ঠান,বস্ত্র বিতরণ,আলোচনা সভা,পুরস্কার বিতরণ,সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৪,বাথুয়া দুর্গা মন্দির প্রাঙ্গণে তরুণ সংঘের সমন্বয়ক জিকু চৌধুরীর সভাপতিত্বে ও কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন বাথুয়া তরুণ সংঘের প্রধান উপদেষ্টা ও বাথুয়া সাবিত্রী বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অমিয় রঞ্জন চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হাশেম,পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন,চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ দস্তগীরুল হক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি পুলক চৌধুরী,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উত্তম সরকার পিপলু,স্বাগত বক্তব্য রাখেন বাথুয়া তরুণ সংঘের সভাপতি সৈকত চৌধুরী,শুভেচ্ছা বক্তব্য রাখেন বাথুয়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক রিমন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ.পি সদস্য নিকাশ বড়ুয়া,পটিয়া উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি লিটন মজকুরি,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন,আশিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ সওদাগর,পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন চৌধুরী,সাধারণ সম্পাদক শুভ চৌধুরী প্রমুখ।

ছবির ক্যাপশনঃ পটিয়ার বাথুয়ায় তরুণ সংঘের উদ্দ্যেগে সার্বজনীন বাসন্তী পুজায় বস্ত্র বিতরণ করছেন অতিথিবৃন্দরা।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version