ঈশ্বরদী প্রতিনিধি :
ঈশ্বরদীতে প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের নামে মামলা করার প্রতিবাদে ব্যাপক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি চলেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঈশ্বরদী সচেতন নগরবাসী আয়োজিত এই সমাবেশে স্থানীয় ২৫টি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা পথসভা ও মানববন্ধনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।
পথসভায় বক্তারা আগামী ৩ দিনের মধ্যে ২০১ বিদ্যুৎ গ্রাহকের নামে দায়ের করা মামলার প্রত্যাহার, প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বাতিল, নেসকোর নির্বাহী প্রকৌশলীর অপসারণ এবং মিটার রিডার নজরুল ইসলাম-কে গ্রেপ্তারের জন্য সময়সীমা নির্ধারণের দাবি করেন। তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো না মানা হলে ঈশ্বরদীতে হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক
