Site icon দৈনিক এই বাংলা

পল্লী বিদ্যুৎ সমিতির ৭৯ লাখ টাকার মালামাল আত্মসাৎ,দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :::

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৭৯ লাখ চল্লিশ হাজার তিনশত তিন টাকা  (৭৯,৪০,৩০৩) টাকার মালামাল আত্মসাৎ ও আত্মসাতে সহযোগিতার অপরাধে এক ঠিকাদার ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার (৬ ই মার্চ) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন (দুদক, সজেকা, গাজীপুরের মামলা নং -০৪, ০৬/০৩ )। মামলার আসামীরা হচ্ছেন ঠিকাদার মোঃ মামুন উর রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তৎকালীন সিনিয়র জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, এজিএম (ইএন্ডসি) এস, এম, নাহিদ সিরাজ, সাবেক সহকারী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল চন্দ্র সরকার, স্টোর কিপার আব্দুল হামিদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লাইন রক্ষণাবেক্ষণ/ফিডার লোড ব্যালেন্সিং/আপগ্রেডেশন কাজ/লাইন নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হলে ঠিকাদার মোঃ মামুন উর রশিদ তিনটি প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী করে ভূয়া দরপত্র দাখিল করেন। পল্লী সমিতির কর্মকর্তাগণ যাচাই-বাছাই ছাড়াই কোনরুপ চুক্তি সম্পাদন ব্যতিরেকে ওইসব ভূয়া প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ প্রদান করেন। পরবর্তীতে, ঠিকাদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজসে চাহিদাপত্র ঘষামাজা (টেম্পারিং) করে উক্ত তিনটি প্রতিষ্ঠানের নামে ৪ কোটি ৪৬ লাখ টাকার মালামাল উত্তোলন করেন। কিন্তু উত্তোলিত মালামাল দিয়ে নির্ধারিত সময়ে অধিকাংশ নির্মাণ কাজ সম্পন্ন না করে আত্মসাতের চেষ্টা করলে পুলিশের সহায়তায় তার গোডাউন থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়। বাকি ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকা ঠিকাদার মোঃ মামুন উর রশিদ আত্মসাৎ করতে সমর্থ হন মর্মে অনুসন্ধানকারী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া তার প্রতিবেদনে উল্লেখ করেন।

এভাবে পরস্পরের যোগসাজশে প্রতারণার আশ্রয়ে জাল ও সৃজিত রেকর্ডপত্র ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকার মালামাল আত্মসাৎ ও আত্মসাতে সহযোগিতার অপরাধে ঠিকাদার মোঃ মামুন উর রশিদ ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯/৪৬৮/৪৭১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version