Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeজাতীয়রাজশাহীর চারঘাটে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

রাজশাহীর চারঘাটে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

রাজশাহী প্রতিনিধি :

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে চারঘাটে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এবং স্থানীয় সমবায় সমিতির সহযোগিতায় শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে হয়।

সভাটি উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা বুলবুল হোসেন এর সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাঃ আব্দুল মকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান। এছাড়া চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু এবং স্থানীয় সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাংবাদিক, সমবায়ের সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির শক্তিশালী চালিকা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জন সম্ভব।

এই বাংলা/এমএস

টপিক