পিরোজপুর প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পিরোজপুরে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে পিরোজপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক শেখ ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম শেখ, পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিজাম শেখ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিফ আহমেদ রাজীব।
সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন হাওলাদার চাঁন শেখ এবং সঞ্চালনা করেন সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম আকন রেজা।
শেখ রিয়াজ উদ্দিন রানা সভায় বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য। এই ৩১ দফা শুধু ঘোষণা হয়ে থাকবে না; কথায় থেমে থাকবেনা। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এটি পৌঁছে প্রতিটি ঘরে জনগণ জানতে পারবে যে, এই কর্মসূচিগুলো তাদের জীবনের জন্য কী গুরুত্ব বহন করে।”
এই বাংলা/এমএস
টপিক
