Site icon দৈনিক এই বাংলা

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ তৌফিকুজ্জামান সৌরভ (৩২) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল সোনারগাঁ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার হবখালী ইউনিয়নের উত্তর বাগডাঙ্গা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন সোনারগাঁ হোটেলের সামনে থেকে সৈয়দ তৌফিকুজ্জামান সৌরভ কে গ্রেফতার করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সাব্বিরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমপি

 

Exit mobile version