Site icon দৈনিক এই বাংলা

মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক :::

নানা আয়োজনে  বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে । মঙ্গলবার (২৭ শে ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মহিলা আওয়ামী লীগের নেতারা।

পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফাসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা যোগ দেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে যোগ দেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।

১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে সারা দেশে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Exit mobile version