Site icon দৈনিক এই বাংলা

কুতুবদিয়ায় অবৈধ জাল জব্দ

রায়াতুল ইসলাম রাহাত,  কুতুবদিয়া প্রতিনিধি :::

কুতুবদিয়ার সাগরে অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে কুতুবদিয়ার সাগর চ্যানেলের বিভিন্ন জায়গায় কুতুবদিয়া মৎস্য অধিদপ্তর ও পেকুয়া মৎস্য অধিদপ্তরের যৌথ এই অভিযান পরিচালনা করে। কক্সবাজার জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বদরুজ্জামান নির্দেশনায় অভিযানে ৬টি বেহুন্দী জাল জব্দ করা হয়।

পরে, দুপুরে কুতুবদিয়ার উত্তর ধূরুং জেটি ঘাটে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এই সময় কুতুবদিয়ার মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, পেকুয়া মেরিন ফিশারিজ কর্মকর্তাসহ বাংলাদেশ নৌবাহিনী, কুতুবদিয়া ও পেকুয়া মৎস্য দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version