Site icon দৈনিক এই বাংলা

প্রকাশিত সংবাদ নিয়ে হাসিনা মহিউদ্দিনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :::

দৈনিক এই বাংলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। ১৯ শে ফেব্রুয়ারী এক প্রতিবাদ লিপিতে হাসিনা মহিউদ্দিন দাবি করেন  “মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসে নি দিলোওয়ারা ইউসুফ” শিরোনামে প্রকাশিত সংবাদে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, আমাকে উদ্বৃত করে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে এবং গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারটি সত্য নয়। প্রকৃত পক্ষে প্রতিবেদক আমাকে “মোবাইলে কল দিয়ে জানতে চেয়েছেন দিলোওয়ারা ইউসুফ মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে রাজনীতিতে এসেছেন কিনা? সে সময় আমি বলেছিলাম মহিউদ্দিন চৌধুরী যেহেতু একজন রাজনীতিবিদ তাঁর হাত ধরে অনেকে রাজনীতিতে এসেছে। আবার অনেকে প্রয়োজনের তাগিদে এবং অনেক সময় বিপদে পড়েও তাঁর কাছে আসছে।”

হাসিনা মহিউদ্দিন দাবি করেন, একথাগুলো ছাড়া প্রতিবেদকের সাথে আমার আর কোন প্রকার কথা হয়নি। কিন্তু তিনি আমাকে উদ্ধৃতি দিয়ে যে সকল বক্তব্য উপস্থাপন করেছেন তা সর্ম্পূণরূপে মিথ্যা। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।আমি মনে করি কারো প্ররোচণায় সমাজে আমাকে খাটো করার জন্য এধরণের মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য :: চট্টলবীর প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সাথে কথোপকথনের রেকর্ড সংরক্ষিত আছে। তার সুনামহানি কিংবা তাকে অসম্মানিত করার জন্য প্রতিবেদনটি তৈরি করা হয় নি। বরং তার দেয়া বক্তব্য প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ সংরক্ষিত  কল রেকর্ড অনুযায়ী সত্য নয়।  ‘

Exit mobile version