Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে ভ্যানচালকের মৃত্যু, এক শিশু গুরুতর আহত

বিশেষ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রাণিশীমূল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল খালেক নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান,...
Homeরাজনীতিবারইয়ারহাটে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বারইয়ারহাটে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মিরসরাই প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বারইয়ারহাটে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সোহরাওয়ার্দী এবং পরিচালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদ জসিম উদ্দিন ভেন্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ৪ নম্বর ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, বারইয়ারহাট বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন, বারইয়ারহাট পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আফসার মিয়াজি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বকর পিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব ফয়েজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব নুরে নবী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোশারফ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুমিনুল, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুলসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলের সংগঠনকে আরও সুসংহত ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক