চট্টগ্রাম মিরসরাই প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বারইয়ারহাটে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সোহরাওয়ার্দী এবং পরিচালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদ জসিম উদ্দিন ভেন্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ৪ নম্বর ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, বারইয়ারহাট বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন, বারইয়ারহাট পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আফসার মিয়াজি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বকর পিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব ফয়েজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব নুরে নবী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোশারফ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুমিনুল, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুলসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলের সংগঠনকে আরও সুসংহত ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস
টপিক
