Site icon দৈনিক এই বাংলা

পূঁজা উদযাপন কমিটির সভাপতি পংকজ, সম্পাদক বিশ্বনাথ

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সভাপতি পদে অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে বিশ্বনাথ কুন্ডুকে নির্বাচত করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নড়াইল কেন্দ্রীয় টাউন কালীমন্দির প্রাঙ্গণে নড়াইলে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ নড়াইলের উপদেষ্টা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অশোক কুমার কুন্ডের সভাপতিত্বে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, সদস্য অশোক রঞ্জন কাপুড়িয়া, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব কমলাখী বিশ্বাসসহ কেন্দ্রীয়-জেলা-উপজেলা-পৌর- ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমপি

Exit mobile version