Site icon দৈনিক এই বাংলা

বাঙালির ঐতিহ্যে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা পুলিশের আয়োজনে বাঙালির ঐতিহ্যে পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব-২০২৪ এর আয়োজন করা হয়।

এ পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।

এ সময় পুলিশ সুপার’র সাথে ছিলেন তার দুই শিশু সন্তান ও সহধর্মিনী নড়াইল জেলা পুলিশের পুনাক সভানেত্রী নাজিয়া খান। পুনাক সহ-সভানেত্রী জান্নাতুল ফিরদাউস কেয়া ও পুনাক সহ-সভানেত্রী মোশারত আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার পুলিশের সকল সদস্যকে নিয়ে একসাথে বসে পিঠা খাওয়ায় অংশগ্রহণ করেন। পিঠা খাওয়া শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের সাথে পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমপি

Exit mobile version