Site icon দৈনিক এই বাংলা

শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাইমন

বিনোদন ডেস্ক ::

চিত্রনায়ক সাইমন সাদিক সম্প্রতি অভিমান করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অবহ্যাতি চেয়ে সভাপতি বরাবর চিঠি দিয়েছেন। এরপর থেকে আলোচনায় এ নায়ক।

বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ প্রসঙ্গে জানতে এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজজিকে বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবরটি সত্য নয়। আমি একলা চলার মানুষ নই। সবাইকে নিয়ে চলতে পছন্দ করি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি না। তাছাড়া এই মুহূর্তে নির্বাচন নিয়েও কিছু ভাবছি না। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী যে হচ্ছি না এটা নিশ্চিত। নির্বাচন যদি করি প্যানেল থেকেই করব।

বলে রাখা ভালো, আগামী ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল নিয়ে আসছেন, এমন ঘোষণা দিয়ে রেখেছেন অনেক আগেই।

অন্যদিকে, ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সে কারণে বিপাকে পড়েছেন এবারের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। নিজের প্যানেলের জন্য সভাপতি পদপ্রার্থী খুঁজে বেড়াচ্ছেন তিনি।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির গেল নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি। সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি লড়াই পর্যন্ত দেখেছেন দেশের মানুষ। নানা বিতর্ক পেরিয়ে সাধারণ সম্পাদকের চেয়ার সামলেছেন নিপুণ। তবে জায়েদ-নিপুণের চলমান দ্বন্দ্ব আজও চূড়ান্ত সুরাহা হয়নি।

এইবাংলা/বি. ডে

Exit mobile version