Site icon দৈনিক এই বাংলা

তদন্ত চেয়ে হাই কোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে গত ৬ মাসে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনা হয়েছে। ওই সকল পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করা হয়।

তদন্তে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের করা এই রিট আবেদনে বিএনপির ওই ১৩ নেতাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে।

কারাগারে মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চাইতে হাই কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে ওই আবেদনে। কায়সার কামাল আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, “গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আন্দোলন করায় গত কয়েক মাসে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে কারাগারে এত মানুষের মৃত্যুর নজির নেই। কারাগারে যারা মারা গেছেন, তারা আটক থাকার সময় সুস্থ ছিলেন।”

স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে এই রিট মামলায়। কায়সার কামাল বলেন, আবেদনটি কজ লিস্টে অন্তর্ভুক্ত হলে তখন শুনানি হবে।

এই বাংলা/এমপি

Exit mobile version