Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামের রৌমারীতে গ্রাম পুলিশ নিয়োগে জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বয়স জালিয়াতি করে গ্রাম পুলিশে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট চক্র...
Homeক্যাম্পাসবরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ

বরিশাল প্রতিনিধি :


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ববি কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) খসড়া গঠনতন্ত্র, যা প্রকাশের পর থেকেই পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী উত্তেজনা ও উৎসবের আমেজ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রকাশিত খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি এবং প্রতিটি আবাসিক হল সংসদে ১৫টি করে পদ রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চারটি আবাসিক হল রয়েছে। গঠনতন্ত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ থাকবেন পদাধিকারবলে। অন্যদিকে, প্রতিটি হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট।

প্রার্থী হওয়ার যোগ্যতা সম্পর্কেও গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে— প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। তবে দ্বিতীয় বা তার বেশি কোনো স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত হিসেবে বিবেচিত হবেন না। এছাড়া সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা ও ভাষা কোর্সের শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

গঠনতন্ত্র প্রকাশের পর থেকেই বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। ক্যাম্পাসজুড়ে চলছে সভা-সমাবেশ, পোস্টারিং ও নানা আলোচনা।

ববি ছাত্রদলের নেতা মো. মোশাররফ হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং জনপ্রিয় শিক্ষার্থীদের নিয়েই মাঠে নামব।”

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষার ধারাবাহিকতায় যারা সবসময় সক্রিয় ছিলেন, তাদের নিয়েই আমরা একটি শক্তিশালী ও প্রতিশ্রুতিশীল প্যানেল গঠন করব।”

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুল হোসেন জানান, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) প্যানেল গঠন করব, যেখানে নারী শিক্ষার্থীরাও নেতৃত্বের সুযোগ পাবেন।”

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের ববি শাখার ছাত্র আন্দোলন ও পরিকল্পনা সম্পাদক মোকাব্বেল শেখ বলেন, “আমরা এমন একটি প্যানেল তৈরি করতে চাই যেখানে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরাও প্রতিনিধিত্ব পাবেন।”

শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, এই নির্বাচন আয়োজন হলে তা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও প্রশাসনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক