Site icon দৈনিক এই বাংলা

নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আলাউদ্দিন শেখ (২৫) ও মো. আশিক শেখ (২৪)।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম।

গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শালবরাত কদমতলা শহিদুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দার পুলিশ (ডিবি) ফোর্সসহ অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন শেখ (২৫) ও মো.আশিক শেখ (২৪)কে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এই বাংলা/এমপি

Exit mobile version