Site icon দৈনিক এই বাংলা

শিরোফা জিতেছে ‘আরটিভি একাদশ ‘

ক্রীড়া প্রতিবেদক :::

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতে নিয়েছে আরটিভি একাদশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী)  প্রতিপক্ষকে দুই গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় আরটিভি একাদশ।

টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করে সময় টিভি একাদশ, আর টিভি একাদশ, ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশ ও বাংলা টিভি একাদশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান।

চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার ট্রফি তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান। এসময় তিনি বলেন,  নগরীতে পর্যাপ্ত  পরিমাণে খেলার মাঠ নাই। এ নিয়ে আমরা জেলা প্রশাসন কাজ করছে। এখন থেকে সব খেলার মাঠে মেলা নয়, খেলা হবে । ‘

খেলাই অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, খেলাধুলা থেকে দুরে সরে গিয়ে তরুণ প্রজন্ম অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। মাদকের করাল গ্রাসে ধংস হতে চলেছে দেশের তরুণরা। খেলার আয়োজকদের এ ধরনের আরো বেশি বেশি আয়োজন করতে হবে ।’

এই এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব বলেন, ‘ গণমাধ্যমকর্মীদের দায়বদ্ধতার জায়গা থেকে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পরিবর্তনে কাজ করে যাবে টিভি ক্যামেরা জার্নালিস্ট। ‘

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, সময় টিভি একাদশের টিম ম্যানেজার ফেরদৌস লিপি, আর টিভি একাদশের টিম ম্যানেজার এমরাউল কায়েস মিঠু, অধিনায়ক সুবল বড়ুয়া, বাংলা টিভি একাদশের টিম ম্যানেজার মিটু খান।

এছাড়াও উপস্থিত ছিলেন টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দীন, সহ-সম্পাদক বাবুন পাল, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সনজীব দে বাবু ও মোঃ হাসান উল্ল্যাহ।

দ্বিতীয় বারের মতো টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন।

এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সময় টিভি একাদশ, আর টিভি একাদশ, ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশ ও বাংলা টিভি একাদশ।

Exit mobile version