Site icon দৈনিক এই বাংলা

নড়াইলে দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের ৩৫ নম্বর পিবি মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. আশরাফুল ইসলাম (৩৭) নড়াইল জেলার সদর থানার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে।

এ সময় গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম নিকট থেকে একশত পনেরো পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মো. রাজিব শেখ (৩৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে। আসামির নিকট থেকে দুইশত বিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এই বাংলা/এমপি

 

Exit mobile version