Site icon দৈনিক এই বাংলা

পিকআপ – মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রামে তিনজনের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি :::

চট্টগ্রামের লোহাগাড়ায় মালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পথচারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।সোমবার বিকালে লোহাগাড়ার পদুয়া নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পথচারী আবসার (৩৭), তিনি নয়াপাড়া এলাকার বাসিন্দা; এছাড়া আনুমানিক ২৪ বছর বয়সী দুই বাইক আরোহীর পরিচয় পুলিশ জানতে পারেনি।

লোহাগাড়া থানার এসআই মাসুদ মুন্সী  বলেন, “কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়া মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই পিকআপের সংঘর্ষ হয়।”

পুলিশের এই এসআই বলেছেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, “দুর্ঘটনার পর পিকআপটি রাস্তার একপাশে উল্টে পড়ে ছিল, আর বাইকটি দুমড়েমুচড়ে পিকআপের নিচে ঢুকে ছিল। দুর্ঘটনার ধরণ দেখে মনে হয়েছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

Exit mobile version