নিজস্ব প্রতিবেদক :::
পুলিশ পেশা হিসেবে কিছুটা ভাবগাম্ভীর্যের পেশা হিসেবে পরিচিত হলেও, পুলিশ কর্মকর্তারাই সাংস্কৃতিক জগতে নিজেদের মেধা উপস্থাপন করে ভাঙছেন সেই বৃত্ত। নিজে গান লিখে সেখানে তিনি নিজে সুর বসিয়ে নিজেই সেই গান গেয়ে ইতিমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়ে নিয়েছেন নেট দুনিয়ায়। সিএমপিতে কর্মরত ওসি (তদন্ত) মোজাহেদ হাসান তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ইতিমধ্যে নিজের লেখা ও সুরে নিজের অসাধারণ গায়কিতে Mojo Melody ইউটিউব চ্যানেলে ” কর্ণফুলী টানেল” ” “কক্সবাজার বেড়াই যনা” ” পদ্মা সেতু বাংলাদেশের আরেক স্বাধীনতা” ” বাবা” ” সেই ছেলেটি” ” অসার দুনিয়া” শিরোনামের গানসহ নানান মেজাজের গান, প্রায় পঞ্চাশের অধিক গান অবমুক্ত করেছেন।
ইতিমধ্যে গানগুলো কোটি কোটি সুর পিয়াসীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। খুব সম্প্রতি Mojo Melody ইউটিউব চ্যানেলে মোজাহেদ হাসানের লেখা ও সুরে এবং তার নিজেরই গায়কিতে ” যেদিন ডাক আসিবে ” শিরোনামের আরেকটি লিরিক্যাল ভিডিও অবমুক্ত হয়েছে।
খুব শিঘ্রই তার কন্ঠে “তুমি রঙিন ” শিরোনামের আরেকটি মিষ্টি প্রেমের গান অবমুক্তি পেতে যাচ্ছে ঐ গানটির গীতিকার এম এইচ মিলু, সুরকার নাজির মাহমুূদ এবং সংগীত মুশফিক লিটু। আগামী রমজানের ঈদে mojo melody ইউটিউব চ্যানেলে মোজাহেদ হাসানের লেখা ও সুরে মুশফিক লিটুর সংগীতে মোজাহেদ হাসান ও দিলশাদ নাহার কনার দ্বৈত কন্ঠে গাওয়া ” ওরে ও সুন্দরী ” শিরোনামে গানের মিউজিক ভিডিও সহ, “বাংলাদেশ পুলিশ” শিরোনামের আরেকটি তার নিজের লেখা ও সুরে গাওয়া গান অবমুক্তির পরিকল্পনা আছে বলেও জানান।
বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলার সাহিত্য সংস্কৃতি ও শিল্প চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মোজাহেদ হাসানের গানের সৃষ্টির মধ্য দিয়ে তা জানা যায় । বাংলাদেশ পুলিশে এরকম সুর সংস্কৃতি সাহিত্যকে লালন করেন এমন আরো অনেক প্রতিভা আছেন বলেই তিনি জানান। মোজাহেদ হাসানের লেখা ও সুর করা শতাধিক গান ও কবিতা রয়েছে। মোজাহেদ হাসানের সাথে কথা বলে জানা যায় তিনি অনার্স মাস্টার্স এবং এলএলবি শেষ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশের এসআই হিসেবে চাকরিতে যোগদান করেন।
তিনি কক্সবাজারের কুতুবদিয়া থানার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের বড়ঘোপ ইউপি আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি মরহুম শফিউল আলমের ২য় সন্তান। গানের হাতে খড়ি প্রয়াত ওস্তাদ সিরাজুল ইসলাম মধুর কাছে হলেও তিনি শ্রী সুরবন্ধু অশোক চৌধুরী, ওস্তাদ মিহির লালা,এই উপমহাদেশের সুরের জীবন্ত কিংবদন্তী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে সুর আর স্বরের তালিম নেন। শেখ মোহাম্মদ খালেদ চৌধুরী তার সুরের পথ চলায় ছায়া হয়ে এখনো ছায়া দিয়ে যাচ্ছেন ।পুলিশিং পেশার বিষয়ে তিনি তার নিজের লেখা কবিতার ছন্দে দুটো লাইনে সুনিপুণ ভাবে জানান যে,”পুলিশের এই পোশাকখানা আমার অলংকার,পবিত্র এই মহান পেশা আমার অহংকার।