Site icon দৈনিক এই বাংলা

সীতাকুন্ড শিপব্রেকিং ইয়ার্ডে ভয়াবহ আগুন

::নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারোআউলিয়া এলাকাস্থ ৪নং ওয়ার্ডে সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত মোঃ মাহাবুব আলমের মালিকানাধীন এম.এ শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ আগুনলাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলার বারোআউলিয়া এলাকায় এম.এ শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় ইঞ্জিন রুমে আগুন লাগে। তারপর আগুন জাহাজের কেবিন সহ চারিদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, মালিক পক্ষের অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা হচ্ছে। সংবাদ পেয়ে,কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন।কি কারণে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। তবে এই বিষয়ে মালিক পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এইবাংলা /হিমেল

Exit mobile version