Site icon দৈনিক এই বাংলা

বরগুনায় মাদকসেবনের দায়ে ছয় মাসের সাজা ও অর্থদন্ড প্রদান

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা :::

বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নে ডিবির অভিযানে তিন মাদকসেবীকে মাদকসেবনের সময় হাতেনাতে আটক করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের সাজা এবং এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম  বলেন, আজ ১৭ জানুয়ারি রাত সোয়া নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের তুলাতলী পনু আকনের বাড়িতে আমি সহ উপ পুলিশ পরিদর্শক মারুফ রহমান ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করি।

অভিযানে তিন মাদকসেবি মাদক সেবন করার সময় তাদেরকে হাতেনাতে মাদক সহ আটক করি। আটককৃতরা হলেন দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মৃত তোজম্বর মৃধার ছেলে বাশার মৃধা (৪০), উত্তর ইটবাড়িয়া গ্রামের মৃত নুরু আকনের ছেলে পনু আকন ও উত্তর ইটবাড়িয়ার জুলফিকার খানের ছেলে সাগর খান (৪০)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের মালামাল জব্দ করা হয়।

পরে ঘটনাস্হলে নির্বাহী মেজিস্ট্রেট আবু সালেহ আরমান ভুইয়া মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ছয় মাসের সাজা ও এক হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।

এইবাংলা/ হিমেল

Exit mobile version