তানভীর আহমেদ, চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার সড়কের বেইলী ব্রিজ আধুনিক সেতু নির্মাণ করে প্রতিস্থাপন করা হলেও সড়ক ও জনপদ বিভাগের নজরদারির অভাবে শতকোটি টাকা মুল্যের বেইলী ব্রিজ অযত্নে অবহেলায় নস্ট হচ্ছে। চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় স্টক ইয়ার্ড থেকে চুরি হয়েছে অন্তত দশ কোটি টাকা মুল্যের স্ক্যাপ। গত ২৯ শে জানুয়ারি রাতে বহিরাগতদের হাতে মারধরের শিকার হন নৈশপ্রহরীরা৷
খোঁজ নিয়ে জানা যায়, এসব বেইলী ব্রিজ সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্ব সড়ক ও জনপদের সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের। শতকোটি টাকা মুল্যের এসব স্ক্যাপ পাহারার কাজে চট্টগ্রামের সাগরিকা স্ট্যাক ইয়ার্ডে নিয়োজিত আছেন মাত্র ছয়জন প্রহরী৷ অভিযোগ চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের একটি সংঘবদ্ধ চক্র চোরদের এসব মুল্যবান স্ক্র্যাপ চুরির রাস্তা সুগম করে দিয়ে আসছে।
নৈশ প্রহরীকে মারধর করার পর ৩১ শে জানুয়ারি চট্টগ্রামের পাহাড়তলী থানায় অভিযোগ করেছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুভ্র দাশ ( সংগ্রহ ও সংরক্ষণ বিভাগ)। সওজ’এর পক্ষ থেকে পুলিশকে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করে চিঠি দেয়া হলেও প্রতিদিনই চুরি হচ্ছে মুল্যবান রাষ্ট্রীয় সম্পদ।
সুত্রসতে, যে পরিমাণ অকেজে ব্রিজ সংগ্রহ করা হয়েছে সে পরিমান স্ক্যাপ সংরক্ষণ বিভাগে মজুদ রয়েছে কিনা তা যাচাই করলেই চুরির মহোৎসব ও চোর চক্রের থলের বিড়াল বেড়িয়ে আসবে।