Site icon দৈনিক এই বাংলা

রেলের দুর্নীতির উৎস খুঁজে বের করতে হবে : রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলকে নিরাপদ বাহনে পরিণত করাই হলো বড় চ্যালেঞ্জ। রেলের দুর্নীতির মূলোৎপাটন  করতে হবে।

রোববার (১৪ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের যে উন্নয়ন করেছেন এ উন্নয়ন সামনের দিকে আরও সম্প্রসারণ করে আমরা সবাই মিলে রেলকে একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করবো।

মন্ত্রী বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যমে রেলে আগুন দিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে। সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হলো রেলের নিরাপত্তা জোরদার করে এসব ঘটনা দূর করে রেলকে নিরাপদ পরিবহনে পরিণত করা।

মন্ত্রী আরও বলেন, রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে রেলের দুর্নীতির মূলোৎপাটন খুঁজে বের করতে হবে, তাছাড়া রেলের উন্নয়ন সম্ভব নয়। রেলের দখলকৃত জমি উদ্ধার এবং টিকিটের কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রেলকে আরও এগিয়ে নিতে রেলের কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। এরপর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সব মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এই বাংলা/এমপি

Exit mobile version