Site icon দৈনিক এই বাংলা

কেশবপুরের প্রশাসন সংবর্ধনা দিলেন সংসদ সদস্যকে

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব্য এমপি আজিজুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কেশবপুর উপজেলা প্রশাসন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেনের সভাপতিত্বে এবং কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল আলমের সঞ্চালনা এই অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর -৬ কেশবপুর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম এমপি।

কেশবপুর উপজেলা সকল দপ্তরের কমকর্তাদের উদ্দেশ্যে আজিজুল ইসলাম এমপি বলেন, কেশবপুর কে সামনে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, নিয়োগ বাণিজ্য বন্ধ করে মডেল উপজেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করছি।

এতে আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা শিশু একাডেমি শিশু কর্মকর্তা বিমল কুন্ড, উপজেলা সমাজ সেবা অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খাঁন প্রমুখ।

এইবাংলা/এমপি

Exit mobile version