Site icon দৈনিক এই বাংলা

ময়মনসিংহ-৩ আসনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-৩ আসনের অনিয়মের কারণে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

শনিবার (১৩ জানুয়ারি) অনিয়মে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নিবিঘ্নে ভোটদান নিশ্চিতে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা।

তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে পুরুষদের পাশাপাশি বাড়ে নারীদের ভোটারদের উপস্থিতি।

রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী জানান, ভোটকেন্দ্রে যে কোনো ধরণের অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আসনটিতে এগিয়ে আছেন নৌকার নিলুফার আনজুম। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনিয়ম ও সহিংসতার জেরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন বিকেল সোয়া ৪টার দিকে, গৌরিপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পরই ভোট স্থগিত করা হয় কেন্দ্রটিতে। এতে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল নির্ধারণেও বিপত্তি হয়। কারণ এগিয়ে থাকা প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের পার্থক্য ৯৮৫টি।

এ সময় ৯১টি কেন্দ্রের ফলে দেখা যায়, নৌকা প্রতীকে নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন তিন হাজার ৩২ জন।

এই বার্তা/এমপি

Exit mobile version