শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাঝিহট্ট স্কুল মাঠে এ কর্মীসভা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান এবং পরিচালনা করেন বিএনপি নেতা এস. এম. তাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, সাবেক চেয়ারম্যান আকবর আলী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, নজরুল ইসলাম, শিক্ষক তাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, কৃষক দল নেতা জহুরুল ইসলাম ঠান্ডু, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা তার সহযোগীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।
এর আগে সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম উপজেলার আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
সন্ধ্যায় তিনি দেউলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দেউলী ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ওসমান আলী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, মাস্টার আব্দুর রাজ্জাক, মোস্তাফিজার রহমান রাজা, দেউলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আজমল হোসেন সবুজ, মোতাস্সিম বিল্লাহ এবং এইচ. এম. ওয়াদুদ প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক
