চট্টগ্রামের বাঁশখালীর বড়ঘোনা এলাকায় প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়েছে বসতঘর।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘানা এলাকায় মামলার জের ধরে বসতঘরে অগিসংযাগের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সংঘটিত এ ঘটনায় রবিবার (১৯ ফেব্রুয়ারী ) দুপুর বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা দায়র করছেন ভুক্তভোগী পরিবার। বিজ্ঞ আদালত মামলাটি আমল নিয়ে বাঁশখালী থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা এলাকার মাঃ ইদ্রিছের পুত্র রিদুয়ানুল হকের সঙ্গে একই এলাকার মাঃ ফেরদৌসের পুত্র মাঃ ছৈয়দ নুর গং এর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে মো: ছৈয়দ নুর গং এর বিরুদ্ধে বাঁশখালী থানা ও আদালতে পথক দুইটি মামলা দায়ের করেন রিদুয়ানুল হক গং।
মো ছৈয়দ নুর গং গত বুধবার রাত রিদুয়ানুল হকের বসতঘরে জ্বালানী তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠে। আগুনে রিদুয়ানুল হকের সম্পূর্ণ বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগী রিদুয়ানুল হক প্রতিপক্ষ মা. ছৈয়দ নুরসহ একই এলাকার ৭ জনের নাম উল্লেখ করে বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় একটি মামলা (সিআর-২২১/২৩) দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি বাঁশখালীকে তদন্তপূর্বক প্রতিবদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘আদালত দায়েরকত মামলার কপিটি হাতে পেলে প্রতিবেদন দাখিল করা হবে। তবে উভয়পক্ষর মধ্য জায়গা জমির বিরোধ নিয়ে একাধিক মামলা ও অভিযোগ চলমান আছে ।’