নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রামের ফটিকছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী এইচএম আবু তৈয়বকে ভোটের দিনই উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে তলব করা হয়েছে। চট্টগ্রামের (চট্টগ্রাম-২) ফটিকছড়ি আসনে তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুসাইন মুহাম্মদ আবু তৈয়্যবের বিরুদ্ধে সাধারণ ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও রিটার্নিং অফিসারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠার পর এমন নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে। চট্টগ্রামের যুগ্ন জেলা জজ রাজিয়া সুলতানা তার বিরুদ্ধে সমন জারি করেছেন।
অভিযোগ , নির্বাচনী প্রচারণার মধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে বিভিন্ন সময় হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব । ভোটের আগের দিন শনিবার রাত ৮ টায় ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুকে নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারদের হুমকি দেন আবু তৈয়্যব। এরপ্রেক্ষিতে চট্টগ্রামের যুগ্ন জেলা জজ রাজিয়া সুলতানা তার বিরুদ্ধে সমন জারি করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে সকল ভোট কেন্দ্রে হুমকি দেওয়া হয়েছে, সেসব কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করার নির্দেশনা দেয়া হয়েছে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের।
আদালত সুত্র জানিয়েছে নির্বাচনের দিন রবিবার সকাল দশ টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে এই অভিযোগের শুনানি গ্রহণ করা হবে।
সাত প্রার্থী চট্টগ্রামের ফটিকছড়িতে ভোটের মাঠে থাকলেও প্রতিদ্বন্দ্বিতার হাওয়া নৌকা এবং তরমুজের দিকে। ইতিমধ্যে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিকুল বসর মাইজভান্ডারী। নির্বাচনে সপ্তাহখানেক আগে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নির্বাচন থেকে সরে যাবার নির্দেশনা দেয়া হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত নৌকা নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন চট্টগ্রামের একমাত্র মহিলা প্রার্থী খাদিজাতুল আনোয়ার সানি।
চট্টগ্রাম জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভোরের আলো ফুটার আগেই চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নজরদারিতে রাখা হবে পুলিশের পক্ষ থেকে। এদের সবাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়বের সমর্থক।
এইবাংলা / তুহিন