সানাউল্লাহ রেজা শাদ, বরগুনাঃ
একের পরে এক বিতর্কে জড়াচ্ছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি। বিতর্ক যেনো পিছু ছাড়ছে না বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা’র।জেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর থেকে বিচ্ছিন্ন বরগুনা জেলা আওয়ামী লীগ থেকে।
জেলা আওয়ামী লীগ থেকে অবঞ্চিত ঘোষনা থেকে শুরু করে অভিযুক্ত ইভটিজারের পক্ষ নিয়ে ভিকটিমকে হুমকি দিয়ে ভাইরাল।
এখানেই শেষ নয়, ৪ জানুয়ারী ২০২৪ বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে সারাদিনে বিভিন্ন প্রোগ্রাম থাকলেও দেখা যায়নি বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতিকে।
এছাড়াও ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হলেও তাকে দেখা যায়নি বরগুনার কোথাও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে। তবে প্রকাশ্যে চালাচ্ছেন সতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের পক্ষে প্রচার-প্রচারণা। নিজ ফেসবুক ওয়ালে এবং বিভিন্ন ভাবে সতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি। সতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের বিভিন্ন স্থানে জনসভার ছবি এবং আগের দিন তার জনসভার নির্ধারিত স্থানকে উল্লেখ করে নিজ ফেসবুকে লিখছেন ” দেখা হচ্ছে “। সর্বশেষ ৪ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় জেলা ছাত্রলীগের সিংহভাগ নৌকার জনসভায় উপস্থিত থাকলেও রেজাউল করিম রেজা ছিলে বরগুনা বাস স্টান্ড সতন্ত্র ট্রাক মার্কার জনসভার মঞ্চে। দিয়েছেন সতন্ত্র ট্রাক মার্কার পক্ষে বক্তব্য।
বক্তব্যে বলেন, আগামী ৭ জানুয়ারী বরগুনা বাসী ট্রাক প্রতীকে খলিলুর রহমানকে জয় যুক্ত করবেন।
এর আগে সকালবেলা নিজ ফেসবুক ওয়ালে লিখেছিলেন আজ বিকাল ৩ টায় নতুন বাসস্ট্যান্ডে সর্বশেষ জনসভায় দেখা হচ্ছে। এর আগে বরগুনা সদর, আমতলী, তালতলীতে অনুষ্ঠিত ট্রাক মার্কার প্রতিটি জনসভার আগে দিয়েছেন ফেসবুক পোস্ট।
এবিষয়ে তার ব্যাক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে।
২৭ নভেম্বর ২০২৩ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানিয়েছিলেন,
আসন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাদের প্রতি আওয়ামী লীগ কঠোর না হলেও এসব স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোন ছাত্রলীগ নেতা কাজ করলে তাদের প্রতি কঠোর হবে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিরেক্ট ফোর্স বাংলাদেশ ছাত্রলীগ। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকার প্রার্থীদের বিজয়ী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করবে। শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কেউ গিয়ে থাকে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এইবাংলা /নাদিরা শিমু/Ns