Site icon দৈনিক এই বাংলা

নৌকার প্রার্থী সনিকে নির্বাচন থেকে সরিয়ে নেবার ছক

চট্টগ্রামের ফটিকছড়ি আসনে এক যুগ পর নির্বাচনে নৌকা হাতে পেয়েছিলো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র সামাল দিতে হয়েছে তাকে। 

শুক্রবার চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে হঠাৎ বদলে গেছে নির্বাচনী সমীকরণ। চট্টগ্রামের একমাত্র নারী প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও ভোটের ১০ দিন আগে হঠাৎ পরিবর্তন এসেছে সিদ্ধান্তে। এই আসনে একতারা প্রতীকের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারীকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ।

এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি ইস্যু না হলেও ফটিকছড়িতে একতারা বাজানোর নির্দেশ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। ফলে নৌকা পেয়ে নির্বাচনী দরিয়া বাইতে শুরু করলেও মাঝপথে নৌকা ডোবার আশঙ্কায় এর মাঝি সনি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ভোটের মাত্র ১০ দিন আগে দলীয় এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এবার এমপি হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী।

এই দুই রাজনৈতিক দলের প্রধান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে জমে উঠেছিল নির্বাচনী লড়াই। তবে সেই আমেজে ঘি ঢেলেছে আওয়ামী লীগের সিদ্ধান্ত। 

স্থানীয়দের মতে, তিনজন হেভিওয়েট প্রার্থী একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের লড়াইয়ে নির্বাচনী বৈতরণী পাড় হওয়া প্রত্যেক প্রার্থীর জন্য চ্যালেঞ্জিং হতো।  তাই প্রার্থীদের এই মর্যাদার লড়াইয়ে নির্বাচনী প্রচারণা ভোটারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলো। তবে সবকিছুতেই পানি ঢেলে দেয়া হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে থামিয়ে দেবার সিদ্ধান্তে। 

Exit mobile version