Site icon দৈনিক এই বাংলা

পুলিশের জালে ধরা পড়লেন নুরজাহান গ্রুপের সেই রতন

নিজস্ব প্রতিবেদক ::

ছয় হাজার কোটি টাকার খেলাপি ঋণের একাধিক মামলার পরোয়ানা থাকা চট্টগ্রামের নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঢাকার বাড্ডা এলাকা থেকে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ওবায়দুল হক।

চট্টগ্রাম কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, ‘নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপাঃ)  মোঃ নূরুল বাশারের নেতৃত্বে এসআই মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মেহেদী হাসান, এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইনসহ পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী, পাঁচলাইশ, পাহাড়তলী ও খুলশী থানায় মোট ২৬টি সিআর সাজা ও ৩৫টি সিআর গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ৬১টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। একটি মামলার পরোয়ানা মূলে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম। 

 পরোয়ানাভুক্ত আসামী জহির উদ্দিন আহমেদ প্রঃ রতন ম্যারিন ভেজিটেবল অয়েল লিমিটেড, জাসমির সুপার অয়েল লিঃ, মারবীন ভেজিটেবল অয়েলস লিমিটেড  ও তাসমিন প্রপার্টিজ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

 তিনি অগ্রণী ব্যাংক, রুপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক হতে অন্তত সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে ২০১১ সাল থেকে ঋণের অর্থ পরিশোধ না করে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আসামীর বিরুদ্ধে  আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলার শুনানী শেষে আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও পরোয়ানা জারি করেন। আসামী আদালতের দেয়া সাজা থেকে নিজেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী, পাঁচলাইশ, পাহাড়তলী ও খুলশী থানায় মোট ২৬টি সিআর সাজা ও ৩৫টি সিআর গ্রেফতারী পরোয়ানা সহ সর্বমোট ৬১টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। বর্ণিত পরোয়ানা মূলে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version