Site icon দৈনিক এই বাংলা

মাইজভান্ডারির আসন নিয়ে সনি তৈয়বের কাড়াকাড়ি

তানভীর আহমেদ :::

২০০৮ সালে ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে আওয়ামী লীগের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের পরাজয়ের মধ্য দিয়ে কার্যত সংসদ সদস্যের চেয়ার হারায় আওয়ামী লীগ। পরবর্তী দুই নির্বাচনে তরিকত ফেডারেশন চেপে বসে আওয়ামী লীগের ঘাড়ে। ২০১৪ ও ২০১৮ সালে নজিবুল বশর মাইজভান্ডারির কাছে ছেড়ে দিতে হয় চট্টগ্রামের সবচেয়ে বড় এই সংসদীয় আসন ফটিকছড়ি।

নজিবুল বশর মাইজভান্ডারীও বিএনপি হয়ে যোগ দেন তরিকত ফেডারেশনে। তরিকত ফেডারেশন নিয়ে আওয়ামী লীগের সাথে  জোটবদ্ধ হয়ে আসনটি দখল করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ এক যুগ পরে নৌকা হাতে পেয়ে ভোটযুদ্ধে নেমেছেন ফটিকছড়ি প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। তবে সেই যুদ্ধে আওয়ামী লীগের  দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান  এইচএম আবু তৈয়ব ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান কোমর বেঁধে নেমেছেন নৌকার বিপক্ষে। সে কারণে এবারও এই আসনটিতে আওয়ামী লীগের জয় যেন অনিশ্চিত।  

সারাদেশের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ির নির্বাচন নানা কারণে যতোটা না উৎসবের তার চেয়ে বেশি উৎকন্ঠার। এবার ভোটের মাঠে আট প্রার্থীর মধ্য আলোচিত পাঁচজনের তিনজনই আওয়ামী লীগের। দুই প্রার্থী মাইজভান্ডারি তরিকার। বর্তমান সংসদ সদস্য  নজিবুল বশর মাইজভান্ডারি ও সাইফুদ্দিন মাইজভান্ডারি -দুজনই দুটি দলের প্রধান। গতবারের মতো আওয়ামী লীগের সমর্থন না পেয়ে নিজ দলের প্রতীকে ভোট করছেন নজিবুল বশর মাইজভান্ডারি। ভোটের মাঠে ডাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার নজিবুল বশর মাইজভান্ডারি জামানত হারাতে পারেন – এমন বিশ্লেষণ সাধারন ভোটারদের। অন্যদকে, আওয়ামী লীগের তিন প্রার্থীর মধ্যে শাহজাহান ও তৈয়বের কাড়াকাড়িতে সুবিধা পেতে পারেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য  খাদিজাতুল আনোয়ার সনি। 

বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৯ নম্বরে নিবন্ধন পায় তরিকত ফেডারেশন। ২০০৮ সালের ৯ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় দলটি। দলটির নির্বাচনী প্রতীক ‘ফুলের মালা’। কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ধানমন্ডিতে। দলটির চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর অনুসারীরা দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও তার সঙ্গ ছেড়েছেন। 

খোঁজ নিয়ে জানা যায়,  ইউনিয়ন পরিষদের ১৭ জন চেয়ারম্যানই এইচএম আবু তৈয়বের অনুসারী। নজিবুল বশর মাইজভান্ডারির অনুসারী হিসেবে পরিচিত দুই ইউপি চেয়ারম্যান সমর্থন করছেন নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে। তবে নিজের পারিবারিক ঐতিহ্য ও প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের সুনাম ভোটের মাঠে বাড়তি পুঁজি সনির। আর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সক্রিয়তার কারণে আবু তৈয়ব ভোটের মাঠে সনির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। 

 

Exit mobile version