Site icon দৈনিক এই বাংলা

জিইসি মোড়ে সরকার বিরোধী মিছিল,খুলশী থানায় মামলা

মামলার দুই আসামি যুবদল নেতা মামুন ও হৃদয়

চট্টগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রামের  জিইসি মোড়ে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল সহকারে ভাংচুরের অভিযোগে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে। ২০ শে অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানা উপ পরিদর্শক (নিরস্ত্র)  দিপলু কুমার বড়ুয়া এই  মামলাটি দায়ের করেন। খুলশী থানার মামলা নং ১৩(১০)২০২৩ জিআর মামলা নং ২৭০/২০২৩। 

 The special power act 1974 section 15(3)/25(D) এবং  পেনালকোড ১৮৬০ সালের ১৪৩/৩২৩/৩২৪/৩৩৩/৩৫৩/৩৩৪ ধারায়  আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার আসামী করা হয়েছে যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, মোঃ হৃদয় মিয়াকে। 

মামলারে এজাহারে  বলা হয়, আসামীরা বিরোধী বিএনপির যুবনেতা। তারা বিরোধী দলের ডাকা অবরোধ হরতালের সমর্থনে নগরীর জিইসি মোড় সরকার বিরোধী বিক্ষোভ মিছিলসহ কারে ভাংচুর করে।

Exit mobile version