- চট্টগ্রাম প্রতিনিধি :::
চট্টগ্রামের খুলশী থানার ওয়াশা মোড়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে জড়ো হয়ে সরকারবিরোধী শ্লোগান বিক্ষোভ প্রদর্শন করায় যুবদলের ৪৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ১১ ই জুলাই নগরীর খুলশী থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) মোঃশাহেদ খান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
খুলশী থানার ( মামলা নং ১৬/৭/২০২৩) এই মামলায় আসামি করা হয়েছে যুবদল নেতা মোঃজিহাদ, হাসেম, মোঃহৃদয় মিয়া, আবদুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান, মোঃআলী, মোঃনুরুল আলম, মোঃসোহেলসহ ৪৪জনকে। এছাড়া অজ্ঞাতনামা ২০০-২৫০জনকে মামলার আসামি করা হয়েছে।
খুলশী থানার উপ পরিদর্শক মোঃশাহেদ খান বলেন, মামুন -হৃদয়সহ আসামিদের বিরুদ্ধে পেনালকোডের
১৪৭/১৪৮/৩৩২/৩৫৩/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামীরা পরস্পর যোগাযোগের মাধ্যমে খুলশী থানাধীন ওয়াসা মোড়স্থ মেসার্স এস, এইচ খান এন্ড সন্স সিএনজি রিফুয়োলিং স্টেশনের সামনে ২০০-২৫০জন লোক লাঠিসোঠাসহ সরকার বিরোধী স্লোগান ও বিক্ষোভ করেছে। বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলীয় যুবনেতা আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ হৃদয় মিয়া। ‘