Site icon দৈনিক এই বাংলা

পিরোজপুরের শতাধিক আইনজীবী স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের পক্ষে গণসংযোগ।

জেলা প্রতিনিধি পিরোজপুরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের ঈগল প্রতীকের প্রচারণায় ইন্দুরকানীতে দিনভর গনসংযোগ করেছেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য।
আজ সোমবার সকালে ইন্দুরকানী বাজার, চন্ডিপুর বাজার, বালিপাড়া বাজার, ঘোষের হাট বাজার,পত্তাশী বাজার, সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন তারা। গণসংযোগ চলাকালে বাজারের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা যায়, জনাব এ কে এম এ আউয়াল সাধারণ মানুষের কাছে একজন আস্থা ভাজন লোক,

অটোচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমরা সাধারণ মানুষ আউয়াল ভাইকে ছাড়া অন্য কিছু বুঝিনা, মাছ ব্যবসায়ী হামিদুর রহমান বলেন আমরা মার্কা টার্কা বুঝিনা আউয়াল ভাইকে চিনি, চা বিক্রেতা শফিকুল ইসলাম বলেন আমরা আউয়াল কেই চিনি অন্য কিছু চিনি না, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা হাওলাদার বলেন আমরা সারা জীবন আওয়ামী লীগের সভাপতি একেএম এ আউয়ালের সাথে রাজনীতি করে আসছি এখন আমরা তাকে ছাড়া কোথায় যাব।

নৌকা প্রতীক পাওয়া শ ম রেজাউল করিম আমাদেরকে তো কখনো ডাকেনী,গত পাঁচ বছর তিনি মন্ত্রী ছিলেন আমাদেরকে চিনেন ও না, আওয়ামীলীগের রাজপথে তাকে আমরা দেখিনি, এখন নৌকা নিয়ে এসে নির্বাচন করতেছেন। পিরোজপুরের ভোটার গন ভোটের মাধ্যমে প্রমাণিত করবেন রাজপথের নেতা দরকার না এসিতে বসে থাকা নেতা দরকার। আমরা বিশ্বাস করি ঈগল বিপুল ভোটের ব‍্যাবধানে নির্বাচিত হবেন।

এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোস্তফা কামাল,এডভোকেট রাজ শেখর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না,এডভোকেট মোস্তফা কামাল শামীম, এডভোকেট তাপস কুমার ভক্ত,এডভোকেট কাজী মোর্শেদ, এডভোকেট আজাদ তালুকদার এডভোকেট ইমাম হোসেন টুটুল, এডভোকেট শুবেন হালদার, এডভোকেট মোহাম্মদ রুবেল, এডভোকেট মোঃ শামীম গাজী,এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাডভোকেট সমর কৃষ্ণ লিটু,অ্যাডভোকেট মোহাম্মদ জুনায়েদ, অ্যাডভোকেট সানি,অ্যাডভোকেট লিমন হোসেন, অ্যাডভোকেট মানস কুমার বৈরাগী,এডভোকেট রিয়াজ প্রমূখ।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version