ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন মৃত্যুর চার দিন পর দলীয় পদে পুনর্বহাল হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের হাতে আসা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা হয়েছে। তবে ওই চিঠিতে তারিখ দেওয়া হয়েছে ২৪ অক্টোবর, অর্থাৎ তাঁর মৃত্যুর এক দিন আগে—যা স্থানীয়দের মধ্যে “বেড ডেট” হিসেবে আলোচিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
“দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে আপনাকে পুনর্বহাল করা হলো।”
চিঠিটিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এই ঘটনাকে স্থানীয় বিএনপি নেতারা “বেদনাদায়ক ও হাস্যকর” বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে,
“যে নেতা জীবদ্দশায় দলীয় কাজে নিবেদিত ছিলেন, তাঁর মৃত্যুর পর পুনর্বহালের চিঠি পাঠানো এক ধরনের তামাশা। জীবিত অবস্থায় যথাযথ সম্মান না দেওয়া সত্যিই দুঃখজনক।”

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
