পটিয়া প্রতিনিধি।।
চট্টগ্রাম-১২ আসনে (পটিয়া) স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর (ঈগল) অনুসারীদের ঝাড়ু নিয়ে ধাওয়া করেছে এলাকার বিক্ষুদ্ধ নারীরা।
গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঝাড়ু নিয়ে ধাওয়ার করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা বেগম বলেন, ‘আমরা নৌকার সমর্থনে গণসংযোগ করে অলিরহাট এলাকায় নির্বাচনী ক্যাম্পে বসেছিলাম।
চট্টগ্রামের পটিয়া আসনে এবার নৌকা প্রতীকে নির্বাচন করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। নানা ঘটনায় সমালোচিত বর্তমান সংসদ সদস্য সামসুল হক চৌধুরী তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।