Site icon দৈনিক এই বাংলা

নাটোরের ৪টি আসনে ৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নাটোরে ৪ টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোঃ আবু নাছের ভুঁঞা।

আজ সকাল ১০ টা থেকে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন তিনি।

নাটোর- ০১ (লালপুর ও বাগাতিপাড়া উপজেলা) আসনে আওয়ামী লীগের মোঃ শহিদুল ইসলাম বকুল নৌকা প্রতীক,মোঃ আবুল কালাম আজাদ ঈগল প্রতীক (স্বতন্ত্র প্রার্থী), মোঃ রমজান আলী সরকার -কাঁচি প্রতীক (স্বতন্ত্র প্রার্থী),কাজল রায়- ঢেঁকি প্রতীক (স্বতন্ত্র প্রার্থী), মোঃ আশিক হোসেন-লাঙ্গল প্রতীক, (জাতীয় পার্টি ), মোঃ ইব্রাহিম খলিল-হাতুরি প্রতীক (ওয়ার্কাস পার্টি প্রার্থী) মোঃ মোয়াজ্জেম হোসেন-মশাল প্রতীক, (জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ প্রার্থী) মোঃ লিয়াকত আলী- একতারা প্রতীক ( বাংলাদেশ সুপ্রিম পার্টি – বিএসপি প্রার্থী),মোঃ জামাল উদ্দিন ফারুক- ট্রাক প্রতীক (স্বতন্ত্র প্রার্থী)।

নাটোর- ০২ (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী
শফিকুল ইসলাম শিমুল- নৌকা প্রতীক,মোঃ আহাদ আলী সরকার-ট্রাক প্রতীক ( স্বতন্ত্র প্রার্থী)। ড. মোঃ নূরন্নবী মৃধা- লাঙ্গল প্রতীক ( জাতীয় পার্টি প্রার্থী), মোহাম্মদ বজলুর রশিদ- ডাব প্রতীক ( বাংলাদেশ কংগ্রেস প্রার্থী),মোঃ শরিফুল ইসলাম- মশাল প্রতীক ( জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ প্রার্থী)।

নাটোর-০৩ (সিংড়া উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক-নৌকা প্রতীক, মোঃ শফিকুল ইসলাম-ঈগল প্রতীক ( স্বতন্ত্র প্রার্থী),মোঃ আনিছুর রহমান, লাঙ্গল প্রতীক ( জাতীয় পার্টি প্রার্থী),মোঃ মিজানুর রহমান- হাতুরি প্রতীক (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি প্রার্থী),মোঃ আনোয়ার হোসেন-কুলা প্রতীক ( বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী)।
আবুল কালাম আজাদ- সোনালী আঁশ প্রতীক ( তৃনমুল বিএনপি প্রার্থী)।
মোঃ আমিরুল ইসলাম-ডাব প্রতীক ( বাংলাদেশ কংগ্রেস প্রার্থী) মোঃ আলতাফ হোসেন-ফুলের মালা প্রতীক (তরিকত ফেডারেশন – বিটিএফ প্রার্থী),মোঃ আব্দুল্লাহ আল মামুন-ট্রাক প্রতীক ( স্বতন্ত্র প্রার্থী)।

নাটোর-০৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা) আসনে আওয়ামী লীগের
মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী-নৌকা প্রতীক,
আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, ট্রাক প্রতীক (স্বতন্ত্র প্রার্থী),মোঃ আলাউদ্দিন মৃধা, লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি প্রার্থী),মোঃ আব্দুল খালেক সরকার, সোনালী আঁশ প্রতীক (তৃণমূল বিএনপি প্রার্থী),এসএম সেলিম রেজা- বাইসাইকেল প্রতীক ( জাতীয় পার্টি – জেপি প্রার্থী,গাজী আবু সায়েম রতন-নোঙ্গর প্রতীক ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন – বিএনএম প্রার্থী),শান্তি রিবারু- ডাব প্রতীক ( বাংলাদেশ কংগ্রেস প্রার্থী),মোঃ জাহিদুল ইসলাম, ঈগল প্রতীক (স্বতন্ত্র প্রার্থী),সুজন আহমেদ, দোলনা প্রতীক (স্বতন্ত্র প্রার্থী)।‌

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version