Site icon দৈনিক এই বাংলা

গাজীপুর-৩ এর  স্বতন্ত্র প্রার্থী ইকবালের প্রতীক ট্রাক

গাজীপুর প্রতিনিধিঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৩ আসনে ট্রাক প্রতীক পেয়েছেন গাজীপুরের সাবেক এমপি ইকবাল হোসেন সবুজ ।

সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ইকবাল হোসেন সবুজ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে গাজীপুর ৩ আসনকে একটি শান্তির জনপদে পরিণত করেছেন।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় গাজীপুরের জনগণ হতাশা প্রকাশ করেছে। জনচাপে এখন তাদের মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইকবাল হোসেন সবুজ । বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠ দখলে রেখেছেন তিনি।

ইকবাল হোসেন সবুজ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৩ আসনে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। গাজীপুর-৩ কে পরিণত করেছেন শান্তি ও উন্নয়নের জনপদে।

সব সময় থেকেছেন নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে। বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে  কর্মসংস্থান, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্র কাজ করেছেন নিষ্নঠা ও দক্ষতার সাথে।

অবহেলিত জনগোষ্ঠীর সেবায় ইকবাল হোসেন সবুজ  একজন নিবেদিত প্রাণ হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর নেতৃত্বের দূরদর্শীতায় গাজীপুর – ৩ গড়ে উঠেছে আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে।

গাজীপুরের প্রতিটি এলাকার সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থার সেতুবন্ধন তৈরি করেন তিনি।পাশাপাশি প্রত্যন্ত গ্রামের আঁকা বাকা সরু রাস্তাগিলোও পরিণত করেছেন পাকা রাস্তা হিসেবে।  হচ্ছে সমান তালে।

অনেকে এমনও বলেন, গাজীপুরে এমন দক্ষ নেতৃত্ব  এর আগে কখনো আর আসেনি। গাজীপুর সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মীয় সকল অনুষ্ঠানাদী পালন করতে পারে শান্তিপূর্ণভাবে । গত পাচ বছরে ছিল না কোন রাজনৈতিক সহিংসতা।

দ্বাদশ সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজ এম.পি’র সমর্থক হিসেবে পরিচিত গাজীপুর জেলা পরিষদ সাবেক সদস্য এবং শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুল বলেন,ইকবাল হোসেন সবুজ ভাই এম.পি. থাকা অবস্থায় দিবা-রাত্রী লোকজন রাস্তায় চলাচল করলেও কোন সমস্যায় পড়তে হয়নি।

এই জনপদে সন্ত্রাস,নৈরাজ্য এবং ভূমিদস্যুতা উনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন। গাজীপুর-৩ আসনের জনগনের স্বার্থে এবং উন্নয়নে সব ব্যতিক্রমী কার্যক্রম করে চলেছেন তিনি।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে গাজীপুরকে “স্মার্ট গাজীপুর ” বিনির্মাণ করবেন ইকবাল হোসেন সবুজ এমপি এমন আশ্বাসই দিচ্ছেন সাবেক এই এমপি। স্মার্ট গাজীপুর গড়তে নতুন ভোটার সহ সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উন্নত বিশ্বের মত গাজীপুর তৈরি করতে হলে মননশীল চিন্তা ও শানিত শক্তির কোন বিকল্প নেই।

Exit mobile version