Site icon দৈনিক এই বাংলা

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা অষ্টগ্রামে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘ’।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) সকালে অষ্টগ্রাম সদর ইউনিয়নের রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

স্থানীয় সামাজিক সংগঠন ‘মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘ’ নিজেদের উদ্যোগে সদর ইউনিয়নের শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম ইউআরসি ইনস্ট্রাক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, রায়পাড়া সরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, মাওলানা কাজী জসীম উদ্দিন সিদ্দিকী, আব্দুস সালাম ও তফসির আহম্মেদ প্রমুখ।

প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আধুনিক বাসযোগ্য সমাজ নির্মাণে সামাজিক উদ্যোগের বিকল্প নেই। যে-যার অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসা দরকার। শীতার্ত মানুষের মাঝে উঞ্চতা বিলানোর এই উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই।

Exit mobile version