Site icon দৈনিক এই বাংলা

চরফ্যাসনের দুলারহাটে ৩০ পিচ ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

মোহাম্মদ শাহাবুদ্দিন চরফ্যাসন (ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ৩০ পিচ ইয়াবাসহ তালহা হাওলাদার (৩০), মেহেদী হাসান (২৪) ও মোঃ মিন্টু বেপারী (২৯) নামের তিন যুবককে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুলারহাট থানার চরতোফাজ্জল ৩নং ওয়ার্ড দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোস্টে ডিউটি চলাকালীন সময়ে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি মাইক্রোবাস আটক করে দুলারহাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত তালহা হাওলাদার ভোলা সদর ২নং ওয়ার্ডের বাসিন্দা হিরন হাওলাদারের ছেলে, মেহেদী হাসান একই এলাকার বাসিন্দা মোঃ সিরাজের ছেলে ও মোঃ মিন্টু বেপারী মেহেন্দীগঞ্জ থানার খারকি ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাসির বেপারীর ছেলে।

দুলারহাট থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, রোববার দুলারহাট থানাধীন চর তোফাজ্জল ৩নং ওয়ার্ডস্থ দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোষ্ট ডিউটি চলাকালীন সময়ে দুলারহাট থানায় কর্মরত এসআই মোঃ মুছা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৩০ পিচ ইয়াবাসহ তালহা হাওলাদার, মেহেদী হাসান ও মোঃ মিন্টু নামের তিন যুবককে গ্রেফতার করে। এ সময় তাদেরকে বহন করা একটি NOAH মাইক্রোবাস আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Exit mobile version