জহুরুল ইসলাম, প্রতিনিধি ::
গতকাল শনিবার (১৬ই ডিসেম্বর ) সকালে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ “স্মৃতি অম্লানে” মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীলফামারী জেলা পুলিশ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম।
এরপর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার নীলফামারী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ফারুক, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী; মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী; মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী, মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; এএইচএম মাহফুজুর রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, নীলফামারীসহ জেলা পুলিশ, নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।