Site icon দৈনিক এই বাংলা

ট্রাম্পের সহযোগী জুইলিয়ানির বিরুদ্ধে ১৪. ৮০ কোটি ডলারের অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেক্সঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী রুডি জুইলিয়ানির বিরুদ্ধে ১৪ কোটি ৮০ লাখ ডলারের বেশি অর্থদণ্ড দিয়েছে ওয়াশিংটন ডিসির একটি আদালত। তাঁকে এই পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। জুইলিয়ানির বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাঁদের মানহানি করেছেন।

ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী জুইলিয়ানি ওই দুই নারী ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতি করেছেন বলে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ আনা দুই নারী হলেন জর্জিয়ার নির্বাচন কর্মী রুবি ফ্রিম্যান এবং তাঁর মেয়ে ওয়ান্ড্রিয়া মোস।

গতকাল শুক্রবার সাজা নির্ধারণে ওয়াশিংটন ডিসির এক আদালত কক্ষে চার দিনে বিচারকাজ শেষ করে।

ওয়াশিংটন ডিসিতে আট সদস্যের জুরির দেওয়া আদেশে বলা হয়েছে, মানহানির জন্য জুইলিয়ানিকে ভুক্তভোগীদের প্রত্যেককে ২ কোটি ডলার করে দিতে হবে। অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাঁদের প্রত্যেককে আরও ১ কোটি ৬০ লাখ ডলার করে দিতে বলা হয়েছে। এ ছাড়া ক্ষতিপূরণ হিসেবে আরও অতিরিক্ত ৭ কোটি ৫০ লাখ ডলার সবার মধ্যে বণ্টন করে দিতে আদেশ দিয়েছেন।

ট্রাম্পের সাবেক এই ব্যক্তিগত আইনজীবী জুইলিয়ানির কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৫০ লাখ ডলার থেকে ৪ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত চাওয়া হয়েছিল।
আদালতের বাইরে সাংবাদিকদের গিলানি বলেছেন, ‘এটি জঘন্য একটি জিনিস। এ নিয়ে আমার কোন অনুশোচনা নেই।’

গত বৃহস্পতিবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন ছিলো। ফ্রিম্যান এবং মোস নামের ওই দুই নারীর আইনজীবী হিসেবে ছিলেন মাইকেল গোতলিয়েব। তিনি বলেন, জুইলিয়ানিই ছিল ভুয়া তথ্যের মূল উৎস।

ধারণা করা হয়েছিল, জুইলিয়ানি বৃহস্পতিবার আদালতে আত্মপক্ষ সমর্থন করবেন। তবে তিনি তা করেন নি।

এদিকে আদালতের রায়কে ‘অযৌক্তিক’ বলে দাবী করেছেন জুইলিয়ানি। তবে তিনি আপিল করার কথা ভাবছেন বলেও জানিয়েছেন সিবিএস নিউজকে।

সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুইলিয়ানি প্রায় ৫ কোটি ডলার পরিমাণ সম্পদের মালিক।এ অর্থ দন্ড তার সম্পদের প্রায় তিনগুনের কাছাকাছি। অবশ্য এর আগে জুরি বোর্ডকে তার আইনজীবীরা অনুরোধ করেছিলেন, সাজা ঘোষণার সময় যেন এ বিষয়টি মাথায় রাখা হয়।

তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে শুধু একটির বিচারকাজ ওয়াশিংটন ডিসিতে চলেছে। জর্জিয়ার আদালতেও তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছ। তবে সেসব মামলায় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

 

Exit mobile version