Site icon দৈনিক এই বাংলা

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় ৩৬ জন গ্রেফতার

আর,এইচ রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশসুপার মো: রুহুল আমিন।,

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতার ৩৬ জনের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে ১৪ জন, সিআর ওয়ারেন্ট মূলে ১১ জন, নিয়মিত মামলায় ৯ জন, পুরনো মামলায় ১ জন এবং সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১ জন রয়েছেন।

জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার ১৪ জনের মধ্যে কুড়িগ্রামে ২জন, উলিপুরে ২ জন,রাজিবপুরে ৬জন, রৌমারীতে ১জন, কচাকাটায় ৩জন, সিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার ১১ জনের মধ্যে রাজারহাটে ১জন, উলিপুরে ১জন।

নাগেশ্বরীতে ১জন, ফুলবাড়ীতে ২জন, ভূরুঙ্গামারীতে ৪জন, রাজিবপুরে১জন, কচাকাটায়১জন, নিয়মিত মামলায় গ্রেফতার ০৯ জনের মধ্যে উলিপুরে ৭জন।

রৌমারীতে ২ জন সহ পূর্বের মামলায় রৌমারীতে ১ জন এবং সিআর সাজা ওয়ারেন্ট মূলে উলিপুরে একজন সহ মোট ৩৬ জন আসামী গ্রেফতার করা হয় ।

Exit mobile version