বি. তালুকদার খাগড়াছড়িঃ খাগড়াছড়িতে নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নবান্নের ছোঁয়ায় বিজয়ের মোহনায় ১৫ ডিসেম্বর থেকে দুই দিনব্যাপী খাগড়াছড়ি পৌর টাউন হল চত্তরে শুরু হয়েছে পিঠা উৎসব ও পণ্য প্রর্দশনী।
নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে এই উৎসবে অংশ নিয়েছেন খাগড়াছড়ি জেলার স্থানীয় উদ্যোক্তারা। এসময় তাদের নিজ নিজ পণ্য নিয়ে এই উৎসবকে আলোকিত করে তুলেন। উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যের উচ্ছ্বাসে এ আয়োজন পরিণত হয়েছে সব মানুষের মিলন মেলায়।
এতে উদ্যোক্তারা তাদের স্টলে নিজ নিজ পণ্যের ঐতিহ্যের জানান দিতে বাহারি ধরনের পণ্য ও ৪০ থেকে ৫০ রকমের স্থানীয় পিঠা নিয়ে হাজির করেছে এই উৎসবে।
এই পিঠা উৎসব চলবে প্রতিদিন সকাল ১০টা রাত ৮ পর্যন্ত।
এসময় পিঠা উৎসব আসা ক্রেতারা বলেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ হচ্ছে পিঠা। এ দেশের লোকসংস্কৃতিরও অংশ সবার প্রিয় এই মুখরোচক পিঠা। আর পিঠাশিল্পীদের বানানো প্রতিটি পিঠায় থাকে প্রাণের ছোঁয়া, মিশে থাকে আবেগ, এটি পৃথিবীতে বিরল। পিঠা উৎসবের মূলেই রয়েছে ঢেঁকি। ঢেঁকি যেন জাদুঘরে রাখা লাগবে। তাই পিঠা উৎসবের আয়োজন করার জন্য খাগড়াছড়ির নারী উন্নয়ন সংস্থা উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।’