Site icon দৈনিক এই বাংলা

কুড়িগ্রামে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

আরএইচ রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

১৪ ডিসেম্বর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে  কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন জানান গত ১৩ ডিসেম্বর উলিপুর থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা রুজু হয়।

পরে পুলিশ আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফুল ইসলাম কে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার রাজারহাট থানা এলাকা হতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এদিকে উলিপুর থানা পুলিশের ব্যাপক তৎপরতায় বিভিন্ন এলাকায় হতে আরো তিনটি মোটরসাইকেল উদ্ধার হয় এবং আন্তজেলা চোর চক্রের আরও ২ সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে আন্তঃজেলা চোর চক্রের এই সদস্যরা
অন্য জেলা থেকে হায়ারে এসে মোটরসাইকেল চুরিতে সিদ্ধহস্ত বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন আরো বলেন, উলিপুর থানায় মোটরসাইকেল চুরির মামলা রুজু হওয়ার সাথে সাথেই উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে। সে ধারাবাহিকতায় চোরাই গাড়িগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

Exit mobile version