Site icon দৈনিক এই বাংলা

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

মোহাম্মদ মোশাররাফ হোছাইন খানঃ আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)শহীদ বুদ্ধিজীবী দিবস।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টা ৬ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধবী সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন।

এর পর সকাল ৭ টা ৪৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

১৯৭১ সালের এ দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস ভাবে হত্যা করে।

দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে দিনটি একটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন

Exit mobile version